ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগপন্থী চিকিৎসক নেতা গ্রেফতার

রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
আওয়ামী লীগপন্থী চিকিৎসক নেতা ডা: মো: আবু সাঈদ
আওয়ামী লীগপন্থী চিকিৎসক নেতা ডা: মো: আবু সাঈদ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগপন্থী প্রভাবশালী চিকিৎসক নেতা ডা: মো: আবু সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে জেলা শহরের মধ্যপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডা: আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ ডা: আবু সাঈদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।