সৎ নেতৃত্ব ছাড়া দেশ গঠন সম্ভব নয় : অধ্যাপক মুজিবুর

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌরসভার ওলামা বিভাগের উদ্যোগে ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও কর্মনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান
বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সৎ নেতৃত্ব ছাড়া দেশ গঠন সম্ভব নয়। আর মহানবী হজরত মুহাম্মদ (সা:) সেই আদর্শ নেতৃত্বের প্রকৃত প্রতীক। তাঁর জীবনাদর্শনই আমাদের পথনির্দেশক ও তার রাষ্ট্র পরিচালনার নীতিই আমাদের অনুসরণীয়। একটি জাতির কল্যাণ সাধনের জন্য অবশ্যই মহানবীর রাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।’

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌরসভার ওলামা বিভাগের উদ্যোগে ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) জীবন ও কর্মনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাসূল (সা:) মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন। আমরাও ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আর সেই রাষ্ট্র হবে কল্যাণকর ও মানুষের জন্য নিরাপদ শান্তির ঠিকানা। হজরত মুহাম্মদ (সা:) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপকার। আল্লাহর প্রদত্ত বিধানের ভিত্তিতেই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটিই আমাদের মূল নীতিমালা হওয়া উচিত।’

গোদাগাড়ী পৌরসভা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি শায়খ আবু মোহাম্মদ বজলুর রহমান মাদানীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ক্বারি মিম ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রাজশাহী মহানগরী সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

অন্যদের মধ্যে রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য ড. মো: ওবায়দুল্লাহ, পৌর আমির আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।