নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত সিরাজুল ইসলাম (৫৭) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত সিরাজুল উপজেলার পারকোল গ্রামের আবেদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি আগ্রান উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, তিনি বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় একটি ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।



