জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দলটির খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী মো: রাসেল শেখ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাসেলের ব্যক্তিগত টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ করেন দলটির জেলা শাখার এ যুগ্ম-সমন্বয়কারী।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি জেলার গুইমারা উপজেলা বাজারের ইজারার শেয়ার বিক্রি করে নয় লাখ ২৫ হাজার টাকা লাভ করেন রাসেল। ইজারা নেয়া থেকে বিক্রি পর্যন্ত সব প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তার দলের নেত্রী মনজিলা ঝুমা। পরবর্তীতে লাভের অংশ হাতে পেয়ে রাসেলকে মাত্র ২৫ হাজার টাকা দেন তিনি। রাসেল দাবি করেন, ইজারাতে সম্পূর্ণ বিনিয়োগ রাসেল একাই ঋণ নিয়ে করে করেন। তাই লভ্যাংশ তার নিজেরই প্রাপ্য।
তিনি বলেন, মনজিলা ঝুমা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বরাদ্দ নিজের নামে নিয়েছেন। তাছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের মাঠে ছিলেন না। তিনি এনসিপির নাম ব্যবহার করে নিজের আখের গোছাচ্ছেন।
এ সময় রাসেল তার প্রাপ্য লাভের অংশ ফিরিয়ে দেয়াসহ এমন ব্যক্তিকে দিয়ে এনসিপিকে সংগঠন পরিচালনা না করার দাবি জানান, যার মাধ্যমে এনসিপির বদনাম হবে।
এদিকে সব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করে মনজিলা ঝুমা বলেন, ২১ জুলাই আমাদের কর্মসূচি আছে। সেটি বানচাল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এসব ষড়যন্ত্র করছেন। তার ফেসবুকে মিথ্যা পোস্ট করছেন, এবং তা অন্যান্য রাজনৈতিক দলের লোকজন শেয়ার করছেন। সুতরাং এটা উদ্দেশ্যপ্রণোদিত। এর আইনগত কোনো ভিত্তি নেই।
তিনি আরো বলেন, রাসেলের সাথে বাজার ফান্ড-সংক্রান্ত বিষয়ে আমার কোনো আর্থিক লেনদেন হয়নি। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই তিনি এ ধরনের অভিযোগ করছেন। বরং এর সাথে সম্পৃক্ত ব্যক্তি তার ছয় লাখ টাকা আত্মসাতের ব্যাপারে রাসেলের বিরুদ্ধে আমার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।