নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-শিকিরহাট-খুলনা সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে এবং গোবরা পার্বতী বিদ্যাপীঠের ছাত্র।
পরিবার জানায়, অপু তার বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে শিকিরহাট যাচ্ছিল। এ সময় শিকিরহাট থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে আসছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও একটি ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নিহত হয় অপু।
এছাড়া আহত সাকিব, নারায়ন, সুকদেব ও ভ্যানচালকসহ দুই যাত্রীকে খুলনা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে অবগত হয়েছি। দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।