বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

লাশের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি ছবি ও একটি জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Barishal
সড়কের পাশ থেকে লাশ উদ্ধার
সড়কের পাশ থেকে লাশ উদ্ধার |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশ থেকে সাকিব হাওলাদার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি ছবি ও একটি জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে।

জন্ম নিবন্ধন অনুযায়ী মৃত ব্যক্তির নাম সাকিব হাওলাদার। তার বাবার নাম জসিম হাওলাদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে লাশটিতে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে। পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা এক যুবকের লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, ঘটনা উদঘাটনের চেষ্টা করছি।’

Topics