আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর থেকে উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন সরকারি দফতর পৃথকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অফিস, কৃষি অফিস, পরিবার করিকল্পনা নিয়ন্ত্রণ অফিস, বিআরডিসি, পৌরসভা ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা চালায়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন নয়া দিগন্তকে জানান, গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার উপজেলা প্রাঙ্গণে, পৌরসভার রেলওয়ে মাঠ, সদর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রাম সম্প্রসারণ করা হবে।
এছাড়া প্রত্যন্ত এলাকার ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করতে প্রয়োজনে সিলেটি আঞ্চলিক ভাষা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। জনসচেতনতা কার্যক্রমে বিভিন্ন এনজিও সংস্থাও অংশ নেবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।



