চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় মহিবুল ইসলাম (১৬) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছে। ঘটনায় তুষার (১৮) নামে আরো এক চালক গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে চমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাঙচুর করে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল ইমলাম মহিবুল উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খুনিয়ারপাড়ার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে এবং আহত তুষার একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল সাভাবিক হয়।