বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল

‘বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয়। ন্যায় বিচার নিশ্চিত করতে সবাই মিলে একযোগে কাজ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান |ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বলেছেন, বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয়। ন্যায় বিচার নিশ্চিত করতে সবাই মিলে একযোগে কাজ করতে হবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে বৃহস্পতিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল)-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো: অহিদুর রহমান চৌধুরী অ্যাডভোকেট ও যুগ্ম সম্পাদক মো: রব নেওয়াজ রানা অ্যাডভোকেটের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জোবায়ের বখ্ত জুবের অ্যাডভোকেট।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, সিলেটের মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ টি এম ফয়েজ উদ্দিন অ্যাডভোকেট।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সরকারি কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেটের পাবলিক প্রসিকিউটর মো: আশিক উদ্দিন (আশুক) অ্যাডভোকেট, মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট।

নৈশভোজ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসস