নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় হেফাজত

‘শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে ‘জুলাই বিপ্লব’ আমাদের জাতীয় জীবনে এসেছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং জুলাইকে কখনো ভুলতে দেয়া যাবে না। এ জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করে জনসমর্থন ধরে রাখা সম্ভব নয়।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় হেফাজত
নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় হেফাজত |সংগৃহীত

নির্বাচনের আগেই শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডসহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচারের দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যথায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ছাত্র-জনতা ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ইসলামবিদ্বেষী, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী চেতনা সংরক্ষণ, রাষ্ট্র-সংস্কারের গণআকাঙ্ক্ষা সুসংহতকরণ এবং জাতীয় ঐকমত্য গঠনকল্পে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। সরকারকে বুঝতে হবে এখনো বিছানায় কাতরাচ্ছে পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করা হাজারো শাপলা ও জুলাই আহতরা। অগণিত শহীদের রক্তের ফসল ‘জুলাই বিপ্লব’ ব্যর্থ হলে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার কাছে এ সরকারকে জবাব দিতে হবে।’

হেফাজত ইসলামের এ নেতা বলেন, ‘শাপলা চত্বরের রক্তাক্ত ইতিহাসের পথ বেয়ে ‘জুলাই বিপ্লব’ আমাদের জাতীয় জীবনে এসেছে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং জুলাইকে কখনো ভুলতে দেয়া যাবে না। এ জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করে জনসমর্থন ধরে রাখা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘যারা ভারতীয় আধিপত্যবাদের গোলামি করবে, দেশের স্বার্থ নষ্ট করবে, মাফিয়াতন্ত্র চালু রাখবে এবং মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতা ধরে রাখতে চাইবে তাদের বিরুদ্ধে ‘জুলাইয়ের গণপ্রতিরোধের চেতনা’ বারবার ফিরে আসবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচার জন্ম দেয়া বিদ্যমান রাষ্ট্রকাঠামো বিলুপ্ত করে পুননির্মাণের মধ্য দিয়েই বাংলাদেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হবে। জুলাই গণঅভ্যুত্থান সেই নতুন সূচনা।