স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে, আরো হবে। সেই চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় এজন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।’

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী |নয়া দিগন্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’

তিনি বলেন, ‘সাংবাদিকরা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে বলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটা উন্নতি। সব সময় সঠিক সংবাদ পরিবেশন করলেই দেশবাসী লাভবান হয়। পার্শ্ববর্তী দেশের সাংবাদিকতায় চুনকালি দিয়ে সঠিক সংবাদ তুলে ধরে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছন।’

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সমাজ থেকে দুর্নীতি ও মাদক নির্মূল না হলে উন্নতি করা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে, আরো হবে। সেই চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় এজন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।’

আগামী নির্বাচনে ভোটার, প্রার্থী, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।

এর আগে, সকালে নরসিংদীর পুলিশ লাইন্স, জেলা কারাগারসহ সরকারী বিভিন্ন দফতর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।