আশুলিয়ায় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৭

আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৭
আশুলিয়ায় মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৭ |নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও অভিনেতা এ আর মন্টু পাটোয়ারীর ছেলেসহ সাতজনকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া আর্মি ক্যাম্প।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীরচট ও কান্দাইল রাজা-বাদশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা ও অভিনেতা এ আর মন্টু পাটোয়ারীর ছেলে মেহেদী হাসান মিথুন পাটোয়ারী (২৪), ওই এলাকার মো: মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ রাণীনগরের জাহিদুল আলম (২৪), কান্দাইলের রাজা-বাদশা এলাকার বাবর হোসেন (বাবলু) (৪৫), রাজশাহীর জামিরা হাটপাড়ার নায়ন আলী (১৮) ও বগুড়া জেলার ফুলবাড়ীর মো: গোলাম রাব্বি (১৮)।

এ সময় উদ্ধার করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, আট রাউন্ড পিস্তল গুলি, দু’টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি চাপাতি, ছুরি, একটি শটগানের বাটস্টক, একটি হকিস্টিক, ৩০৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, চার লিটার বিদেশী মদ, দু’টি ইলেকট্রিক শকার, অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন, তিনটি ওয়াকি-টকি ও রাজা-বাদশা এলাকা থেকে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা ও অপরাধ-সংক্রান্ত রেকর্ডযুক্ত দু’টি মোবাইল ফোন।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট এলাকায় কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করছিলেন। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পকে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীর তথ্যের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী প্রভাব বিস্তার করে আসছিলেন। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ও উদ্ধার মাদক-অস্ত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।