ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ সার মজুদ রাখার অপরাধে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তা এক সার ডিলারের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিলার দুধসর ইউনিয়নের ভাটই বাজারে অবৈধভাবে সার মজুদ রেখেছে— এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ২৯০ বস্তা ডিএপি ও ৪৪১ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুল সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে বরাদ্দবহির্ভূত সার মজুদ রাখার অপরাধে বিসিআইসির সার ডিলার মেসার্স শুভ এন্টারপ্রাইজ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বলেন, ‘সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারের শুভ এন্টারপ্রাইজে টিএসপি সার ৪৪১ বস্তা, ডিএপি সার ২৯০ বস্তা বরাদ্দবহির্ভূত মজুদ রাখায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যারা নিজ ইউনিয়নের ডিলার নিয়ে বাইরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো জানান, ‘সার ডিলারদের অনিয়মের কারণে চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষকরা। সার বিধিমালা ২০০৬ অনুযায়ী ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫টি ডিলার রয়েছে। যেখানে নিজ নিজ ইউনিয়নে ডিলার থাকার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ইউনিয়নের ডিলার নিয়ে পৌরসভাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। যে কারণে কৃষকদের সারের জন্য ইউনিয়নের অনেক দূরের গ্রাম থেকে পৌরসভা ও অন্য ইউনিয়নে সার নিতে আসতে হয়। যা চরম ভোগান্তির ও অনিয়ম। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া সার ডিলারদের তাদের নিজ নিজ ইউনিয়নে অবস্থান করার জন্য সতর্ক করেছেন। সার ডিলাররা লাইসেন্স অনুযায়ী স্ব স্ব ইউনিয়নে অবস্থান না করলে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’