দৌলতপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

র‍্যালিতে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫ পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে এক র‍্যালি উপজেলা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‍্যালিতে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা কনফারেন্স রুমে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।

তিনি বিশ্ব তামাকমুক্ত দিবসের উপর বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীদের মাঝে তামাকমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে বিতাড়িত আলোচনা করেন এবং বিভিন্ন নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারি অধ্যাপক আহাদ আলী নয়ন, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার সোহেল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুর উপজেলা শাখা আহ্বায়ক রকিবুল ইসলাম রকি, সদস্য সচিব আকাশ প্রমুখ।