সীতাকুণ্ডে নির্বাচনী প্রচারে বাধা ও হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের স্মারকলিপি

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউএনওসহ সীতাকুণ্ড মডেল থানা ও র‍্যাব কার্যালয়েও এ স্মারকলিপি প্রদান করেন তারা।

নজরুল ইসলাম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

Location :

Sitakunda
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলামকে স্মারকলিপি প্রদান
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলামকে স্মারকলিপি প্রদান |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারকালে বাধা প্রদানসহ নারী হেনস্তার প্রতিবাদ ও ব্যবস্থা গ্রহণের দাবিতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউএনওসহ সীতাকুণ্ড মডেল থানা ও র‍্যাব কার্যালয়েও এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৪টায় সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের জেবল হোসেনের বাড়িতে গণসংযোগে যান জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলদের একটি টিম। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ ও যুবদলের আরিফ হোসেন সেখানে এসে হট্টগোল তৈরি করে। একপর্যায়ে তারা মহিলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল মোর্শেদা বেগমকে গালিগালাজ করেন। এ সময় আরিফ ও সোহাগ তাদেরকে আইডি কার্ড নিচ্ছে এবং বিকাশ নম্বর তালিকা করছে বলে হেনস্তা করেন। আর কোনোদিন যেন দাঁড়িপাল্লার ভোট চাইতে না আসে সেজন্য বারবার হুমকিও দিতে থাকেন।

সীতাকুণ্ড উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি রেহানা বেগম বলেন, ‘নির্বাচনে সবার সমান অধিকার রয়েছে। বিএনপির নারী দলের কর্মীরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীর জন্যে গণসংযোগ করছেন। আমরাও আমাদের প্রার্থীর জন্য গণসংযোগ করছি। কিন্তু বিএনপির লোকজন আমাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্তা করছেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বের হচ্ছেন, তখন তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। কোনো কোনো জায়গায় খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব থাকলে নেকাব খোলার জন্য বলা হচ্ছে। বিএনপির লোকজন ভোটারদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ নিয়ে জামায়াতের বিরুদ্ধে উল্টা মিথ্যাচার করছেন। দলের পক্ষ থেকে সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম বলেন, ‘অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবো আমরা।’