হামদ-নাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন কলাউড়া ফাজিল ডিগ্রি মাদরাসা থানা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আল ইমতেহান ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় কেরাত/হামদ-নাত প্রতিযোগিতায় হামদ-নাতে অংশগ্রহণ করে প্রথমস্থান অর্জন করেন এই ছাত্রশিবির নেতা।
বিজয়ী আব্দুল্লাহ আল মারুফ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে অবস্থিত কলাউড়া ফাজিল ডিগ্রি মাদরাসা থানা শাখা শিবিরের সভাপতি ও কলাউড়া গ্রামের বাসিন্দা।
এতে শনিবার (২ আগস্ট) সিলেটের ফেঞ্চুগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিবির নেতা আব্দুল্লাহ আল মারুফকে পুরস্কার প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান (নৃ-বিজ্ঞান বিভাগ) ও প্রক্টর
প্রফেসর মো: মোখলেসুর রহমান।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নৃ-বিজ্ঞান বিভাগ) প্রফেসর মনযুর-উল-হায়দার।
জানা যায়, প্রথমে অনলাইনে দেশের বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্যে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত ১০ প্রতিযোগী নিয়ে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী তিনজনের মধ্য থেকে আব্দুল্লাহ আল মারুফ প্রথমস্থান অধিকার করেন।