২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে সঙ্ঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উল্লাপাড়া জামায়াত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে ছয়জন নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।’
বক্তারা আরো বলেন, ‘লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দেশে বিচারহীনতার সংস্কৃতি আরো গভীর হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহাজাহান আলী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর আমির আব্দুল করিম ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মোস্তফা সাদ।



