তজুমদ্দিনে পুকুরের শিশু ডুবে যাওয়ার ৮ ঘণ্টা পর লাশ উদ্ধার

মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা)

Location :

Bhola
উদ্ধারকারী ডুবুরি দলের দুই সদস্য
উদ্ধারকারী ডুবুরি দলের দুই সদস্য |নয়া দিগন্ত

ভোলার তজুমদ্দিনে মায়ের সাথে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত ৭ বছর বয়সের এক ছেলে শিশু পুকুরের পানিতে ডুবে যায়। শ্বাসরুদ্ধকর ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ৯টায় শিশুটি লাশ উদ্ধার করা হয়।

সুত্র জানায়, গেল মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম শশীগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুল হালিম মাঝির স্ত্রী তার ৭ বছরের শিশু মো: হোসেনকে নিয়ে পাশের ভাওয়াল পুকুরে গোসল করতে গেলে হঠাৎ পানিতে ডুবে যায়। স্থানীয়রা বিকেল ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালায়। এ সময় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতার পাশাপাশি বরিশালে তাদের একটি ডুবুরি দলকে খবর দেন। বরিশাল থেকে রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের লিডার মো: মোখলেছুর রহমান বলেন, আমার নেতৃত্বে ডুবুরিদল পুকুরে অভিযান করে শিশুর লাশটি উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে ডুবুরিদল বরিশালে চলে যায়।