মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি দখলের ৫০ বছর পর তা ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা মাইনুদ্দি খানের পরিবার। গত শনিবার (২১ জুন) গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়।
রোববার (২২ জুন) হরগজ ইউনিয়নের হরগজ গোঁসাই নগর গ্রামের মরহুম মাইনুদ্দি খানের জমি ফিরে পাওয়ার কথা নিশ্চিত করেন তার স্ত্রী হাজেরা খানম। একইসাথে তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় মাতব্বর আব্দুর রাজ্জাক বিডিআর (অব:) বলেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান ছিলেন আমাদের গর্ব। তার পরিবারের দীর্ঘ ৫০ বছরের সমস্যা গ্রাম্য সালিশে নিষ্পত্তি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর এ কাজে আমাকে যারা সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই।
অভিযুক্ত মো: ইউসুফ খান বলেন, আর এস পর্চায় জটিলতা থাকায় পারিবারিক ঝামেলা দীর্ঘদিন যাবত চলে আসছিল। কিন্তু গ্রাম্য সালিশে বসতভিটার পাঁচ শতাংশ জমি তিনি পেয়েছেন।
সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হক বলেন, মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খানের পরিবার একটি শহীদ পরিবার। তার ভাই জসিম মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। এতদিন এ পরিবারের ওপরে যে অবিচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। তবে গ্রাম্য সালিশের মাধ্যমে দীর্ঘদিনের এ বিবাদ- মীমাংসা হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।