ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ মুলাদী ফোরামের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিন।

Location :

Muladi
মুলাদীতে ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত
মুলাদীতে ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে ঢাকাস্থ মুলাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) সকাল ৯টার দিকে এ ঈদ পুনর্মিলনী হয়।

ঢাকাস্থ মুলাদী ফোরামের সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু: আব্দুল্লাহ আহাদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য দেন জাতীয় অর্থপ্রেডিক্স হাসপাতালের রেজিস্ট্রার ডা: কে এম জাহিদুল ইসলাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি- মকবুল আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস চেয়ারম্যান এস এম ইখতিয়ার ওলী, ঢাকাস্থ মুলাদী ফোরামের সেক্রেটারি মো: আতাউর রহমান, মুলাদী ফোরামের সহ-সেক্রেটারি মো: মনসুর ইকবাল, ইঞ্জিনিয়ার মো: শিহাব উদ্দীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলার উপদেষ্টা মাওলানা মো: আবু ছালেহ, মাওলানা মো: আব্দুল মালেক, ডা: মাওলানা মো: মোর্শেদ আলম, মাওলানা মো: আব্দুল মোতালেব, কাজিরহাট ফোরেমের উপদেষ্টা মাওলানা মো: আবুল হোসেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলা সভাপতি মো: কাছির আহমেদ, মুক্তিযোদ্ধা পরিষদ বরিশাল জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: আব্দুল লতিফ মোল্লা, দ্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার চেয়ারম্যান মো: সালাহ উদ্দীন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মুলাদী উপজেলার সদস্য অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, প্রভাষক মো: দিদারুল আহসান, মাওলানা মো: সিদ্দিকুর রহমান, মাওলানা মো: আব্দুল খালেক, মাওলানা মো: মফিজুর রহমান, মাওলানা মো: বায়জিদ হোসেন, ফোরামের কোষাধ্যক্ষ মো: রাকিবুল ইসলাম, ডুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: মাহবুবুর রহমান, ফোরামের প্রচার সম্পাদক মো: আবু সাইদ, সহকারী কোষাধ্যক্ষ মো: জুয়েল জিসান প্রমুখ।