ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের। জামায়াত আমিরের আগমন উপলক্ষে উজ্জীবিত জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ মানুষও।
সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপতি হোসাইন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের জামায়াতের প্রার্থী ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো: নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি সাদিক কায়েম ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



