ময়মনসিংহে পৃথক দু’টি হত্যা মামলায় পুলিশ দম্পতিসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের দিকে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক হারুন অর রশিদ ও অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম।
পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে কনস্টেবল মো: আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে পুলিশ সদস্য আলাউদ্দিনের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন আরেক পুলিশ সদস্য সাইফুল ইসলাম। ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় ভাড়া বাসায় পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সাইফুল ও আলাউদ্দিনের স্ত্রী নাসরিন। এ ঘটনায় আলাউদ্দিন দম্পতির হাতে খুন হন প্রেমিক পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম। খুনের পর লাশ বস্তাবন্দী করে গুম করতে গিয়ে লাশসহ নগরীর টাউন হল মোড়ে পুলিশের হাতে আটক হন অভিযুক্ত পুলিশ দম্পতি।
ঘটনার পর নিহত সাইফুলের মা মোসা: মুলেদা বেগম কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী নাসরিন নেলীসহ অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আজ ওই মামলায় পুলিশ দম্পতির মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক হারুন অর রশিদ।
অন্যদিকে ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় মোসা: কুলছুমকে (৫৮) হত্যার মামলায় রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড এবং অন্য আসামি দ্বীন ইসলামকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম।



