কক্সবাজারের টেকনাফে জেলের জালে এক খেপে ধরা পড়েছে ৪০০ মণ ছুরি মাছ।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট সংলগ্ন সমুদ্রে এসব মাছ ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট থেকে হাফেজ আহমদের ফিশিং বোটে টানা জাল নিয়ে ২৬ জন জেলে প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে যান। প্রায় তিন থেকে চার ঘণ্টা পর জাল টানার সময় তারা দেখতে পান জালভর্তি ছুরি মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে উপকূলে তোলা হলে দেখা যায়, ধরা পড়েছে ৪০০ মণেরও বেশি ছুরি মাছ। স্থানীয় বাজারদরে এসব মাছের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকা।
মাছ ব্যবসায়ী নুর কালাম জানান, তিনি প্রতি মণ মাছ সাত হাজার ৫০০ টাকা দরে কিনে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
জালের মালিক হাফেজ আহমদ বলেন, ‘আমার দু’টি টানা জাল আছে। প্রতিবছরই আল্লাহর রহমতে ভালো মাছ পাই। আজকে আনুমানিক ৩০ লাখ টাকার মাছ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।’
এসব মাছ শুকিয়ে শুঁটকি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।



