জয়পুরহাটে ছাত্রশিবিরের জাঁকজমক প্রীতি সমাবেশ

শনিবার সকালে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

Location :

Joypurhat
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মন্জুরুল ইসলাম
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মন্জুরুল ইসলাম |নয়া দিগন্ত

জাঁকজমক আয়োজনে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শিবিরের সভাপতি মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মন্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলার সাবেক সকল সভাপতি ও সেক্রেটারিদের পরিচিতি শেষে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক রহমান। এ সময় অন্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলার প্রথম শিবির সভাপতি আব্দুস সবুর, সাবেক মহকুমা সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল মমিন ফকির, জয়পুরহাট জেলা আমির ও আগামী নির্বাচনে ১ আসনে মনোনীত প্রার্থী ডা: ফজলুর রহমান সাইদ, জেলা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি আবু জার গিফারী, সাবেক সভাপতি ও জয়পুরহাট-২ আসনের সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ, সাবেক সভাপতি আহমুদুল্লাহ প্রমুখ।

এদিকে অনুষ্ঠানের শেষে ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সংগীত ও নাটিকা পরিবেশন করে।