মাদারীপুরের শিবচরে চার বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির কারণে সড়কগুলো স্যাঁতস্যাঁতে হয়ে পড়েছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে। হঠাৎ এই ঘটনায় একাধিক গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং গোল্ডেন লাইন পরিবহন গাড়ি চিহ্নিত করা গেছে। তবে অন্য দু’টি গাড়ির নম্বরপ্লেট রেলিংয়ের সাথে ধাক্কা লাগার কারণে দুমড়ে-মুচড়ে পড়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে।পরিবহন বাসগুলোর সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ভারী রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশের সদস্যরা।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি চারটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।