রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

এ সময় তারা বিচারকের ছেলেকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিচারকের ছেলেকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
বিচারকের ছেলেকে হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন |নয়া দিগন্ত

রাজশাহী মহানগর দায়রা জজ মো: আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। এ সময় তারা বিচারকের ছেলেকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম। এতে অ্যাসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম গণমাধ্যমকে বলেন, ‘বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে? দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো: আব্দুর রহমানের নগরীর ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমানকে (১৫) ছুরিকাঘাত করে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৫)। পরদিন ১৪ নভেম্বর বিচারক নিজে বাদি হয়ে রাজপাড়া থানায় মামলা করেন।