চকরিয়ায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছুট্টু আটক

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
মকছুদুল হক ছুট্টু
মকছুদুল হক ছুট্টু |সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ছুট্টু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ বলেন, ‘আটক ছুট্টু দীর্ঘদিন ধরে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন। তাকে আটক করতে পুলিশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার মগবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ‘মকছুদুল হক ছুট্টু কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।’