নরসিংদীতে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

নিহত শহীদুল্লাহ শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর গির্জাপাড়া গ্রামের মরহুম সিরাজ উদ্দিন খানের ছেলে বলে জানা গেছে।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে শহিদুল্লা নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের শিবপুর পৌরসভার আশ্রাফপুর কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় মাইক্রোবাসের সাথে সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক শহিদুল্লাহকে (৫২) মৃত ঘোষণা করেন।

নিহত শহীদুল্লাহ শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর গির্জাপাড়া গ্রামের মরহুম সিরাজ উদ্দিন খানের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জানে আলম (৪০), শাহিনা (৩২), নিঝুম (১৬), আতাউর (৩৭), শামীম (২২)।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, সিএনজিটি সোনাকুড়া সিএন্ডবি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ইটাখোলা যাওয়ার পথে মনুর টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হয়। এ ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।