বাঁশখালীতে হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

ঘন কুয়াশার কারণে হাতির অবস্থান টের না পেয়ে সামনে পড়ে গেলে হাতি তাকে আক্রমণ করে।

Location :

Chattogram
চট্টগ্রামের ম্যাপ
চট্টগ্রামের ম্যাপ |ফাইল ছবি

তাফহীমুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে কামাল হোসেন (৪৫) নামে এক কাঠুরিয়া নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউপির ইকোপার্ক সংলগ্ন নইব্যার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল হোসেন উপজেলার চাম্বল ইউপির মহল্লা পাড়ার মরহুম আসহাব উদ্দীনের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে হাতির অবস্থান টের না পেয়ে সামনে পড়ে গেলে হাতি তাকে আক্রমণ করে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ‘ইকোপার্কের আশেপাশে কিছুদিন ধরেই বন্যহাতি লোকালয়ে এসে মানুষের ফসলের ক্ষতি করছে। শুক্রবার সকালে ইকোপার্কের পাশে হাতির আক্রমণে কামাল হোসেন নামের এক কাঠুরিয়া নিহত হয়েছেন। আক্রান্ত কাঠুরিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার জন্য আবেদন করা হবে।’

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, ‘হাতির আক্রমণে মৃত ব্যক্তির লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’

Topics