সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে কমিশন গঠনের দাবি

‘সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবতার আলোকে নির্ধারণ করতে হবে। বিগত কমিশনের প্রস্তাবিত পে স্কেল জুলাই-২০২৫ থেকে কার্যকর করতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শ্রমিক প্রতিনিধির সাথে মতবিনিময় সভা
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শ্রমিক প্রতিনিধির সাথে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান বলেছেন, ‘সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবতার আলোকে নির্ধারণ করতে হবে। বিগত কমিশনের প্রস্তাবিত পে স্কেল জুলাই-২০২৫ থেকে কার্যকর করতে হবে। একইসাথে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য মজুরি কমিশন গঠন করতে হবে।’

রোববার (৩০ নভেম্বর) ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শ্রমিক প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারী দেশের সেবায় নিজেদের উজাড় করে দেন। কিন্তু রাষ্ট্র শ্রমিক-কর্মচারীদের সাথে অন্যায্য আচরণ করে আসছে। একই প্রতিষ্ঠানে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের বেতনের ফারাক অনেক বেশি। অথচ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল পর্যায়ের বেতন কাঠামো ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত ছিল। আমরা স্পষ্টভাবে সরকারের কাছে দাবি জানাচ্ছি, শ্রমিক-কর্মচারীদের সকল ন্যায্য অধিকার ও পাওনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার।’

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।