গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এলাকার ফেমাস কেমিক্যাল নামের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী মো: শামীম, নূরুল হুদা, মো: জয় হাসান, পরিদর্শক নাঈম ও স্থানীয় দোকানদার বাবু আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় ধোঁয়ার উদগীরণ অনুসন্ধানের সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এরপর মূহুর্তের মধ্যে গুদামে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। বর্তমানে ডাম্পিং কাজ চলছে।’



