কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকাসক্ত বাবার নির্মমতার শিকার হয়ে নিহত হয়েছে চার বছরের এক শিশু। লোহার রড দিয়ে পিটিয়ে মেয়েকে হত্যার পর লাশ পাশের খালে ফেলে দেন ঘাতক পিতা। এলাকাবাসী ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম কানিজ ফাতেমা জ্যোতি। তার বাবা আমান উল্লাহ চিহ্নিত মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে আমান উল্লাহ চার বছরের মেয়ে জ্যোতিকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর লাশ পাশের খালে ফেলে দেন।
তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের পর আমান উল্লাহ নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে উত্তেজিত এলাকাবাসী তার ঘরের টিন খুলে ঢুকে তাকে ধরে এবং পরে পুলিশে সোপর্দ করে। গ্রামবাসীরা নদীতে নেমে তল্লাশি চালিয়ে শিশুর লাশ উদ্ধার করে।