বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি বলেছেন, ফেনীকে বলা হয় বিএনপির দুর্গ। বেগম খালেদা জিয়া আমাদের গর্বের ধন। আমরা স্লোগান দিয়ে থাকি- ‘ফেনীর মেয়ে খালেদা-গর্ব মোদের আলাদা।’ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ফেনীর তিনটি আসনে ধানের শীষকে বিজয়ী করে আবার সেটা প্রমাণ করে দিতে হবে। আপনারা এখন থেকেই ঘরে ঘরে মা বোনদেরকে আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিন।
মঙ্গলবার বিকেলে শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিজান রোডের মাথা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এখানে এসে শেষ হয়।
এ সময় তিনি আরো বলেন, মায়েরা সন্তান লালন-পালন করেন। সন্তানকে যেভাবে আগলে রাখেন এভাবে দলকে আগলে রেখে, ভালোবেসে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আগামী নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে ক্ষমতায় আসবে এবং সংবিধানের আলোকে দেশ চালাবে। আপনারা এখনি প্রস্তুতি নিন।
জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নাব বানু, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, দফতর সম্পাদক আকলিমা আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।