ঝড়ে লণ্ডভণ্ড কলাপাড়া, বিদ্যুৎহীন ৬০ হাজার গ্রাহক

হুমায়ুন কবীর, কলাপাড়া (পটুয়াখালী)

Location :

Patuakhali
কলাপাড়ায় ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎহীন ৬০ হাজার গ্রাহক
কলাপাড়ায় ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎহীন ৬০ হাজার গ্রাহক

নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিদ্যুৎ লাইনের ওপর গাছের ডালপালা ভেঙে পড়ায় এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। ফলে, এখানে থাকা প্রায় ৬০ হাজার বিদ্যুৎগ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

উপজেলায় পল্লী বিদ্যুতের দু’টি জোনাল অফিস রয়েছে। সেখানে মোট গ্রাহক সংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। এর মধ্যে অর্ধেকের বেশি গ্রাহক গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন।

কলাপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, তাদের আওতাধীন প্রায় ৭০ হাজার গ্রাহকের মধ্যে অর্ধেকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় এক দফা বিদ্যুৎ সরবরাহ চালু হলেও রাতের ঝড়ে পুনরায় গাছপালা ভেঙে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বৈদ্যুৎতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম।

বর্তমানে ছয়টি লাইনের মধ্যে তিনটি কোনোমতে সচল করা হয়েছে। সকাল থেকেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান হাওলাদার বলেন, ‘দুইদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। খুবই সমস্যায় আছি।’

বালীয়তলী ইউনিয়নের গ্রাহক সালেহ উদ্দিন বলেন, ‘কারেন্ট না থাকায় মোবাইল চার্জ দিতে পারছি না। যোগাযোগ বন্ধ হয়ে গেছে।’

কুয়াকাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোতাহার উদ্দিন বলেন, ‘আমাদের ২৮ হাজার অ্যাকটিভ গ্রাহক রয়েছে। রাতে লাইন চালু করলেও ঝড়ে আবার গাছ ভেঙে পড়েছে। ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।’