নীলফামারীতে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
নীলফামারীতে হাড় কাঁপানো শীত
নীলফামারীতে হাড় কাঁপানো শীত |নয়া দিগন্ত

নীলফামারীতে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। সেই সাথে ঘন কুয়াশা ও হিম বাতাস বইছে এ অঞ্চলে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন দুর্ভোগে পড়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস।

গত চারদিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এই শীতে মানুষজনের পাশাপাশি গবাদি পশুরাও জবুথবু হয়ে পড়েছে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলায় শীতজনিত রোগের প্রার্দুভাব বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত চারদিনে শতাধিক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: লোকমান হোসেন জানান, মঙ্গলবার সকালে নীলফামারী জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Topics