রাজশাহীতে এবার আরো বড় পরিসরে শুরু হতে যাচ্ছে বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আর ছুটির দিন মেলা শুরু হবে সকাল থেকেই।
এবারের মেলায় থাকবে ৭০টির বেশি স্টল। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে।
সভায় আরো জানানো হয়, মেলার প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টলকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিক্যাল টিম এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।



