সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
পীরজাদা আফজালুর রহমান
পীরজাদা আফজালুর রহমান |নয়া দিগন্ত

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৮টার দিকে বার্ধক্যজনিতকারণে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তরকুট্টাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও মরহুমের ছেলে মাওলানা আতিকুর রহমানের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বুধবার (২৩ এপ্রিল) বাদ যোহর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া মরহুমের গ্রামের বাড়ি বছিউড়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।