মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিহত গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে।

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার
মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নিখোঁজের তিন দিন পর মধুমতি বিলরুট ক্যানাল কংশুর এলাকা থেকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী গৌতম গাইনের(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নৈশ প্রহরী গৌতমের লাশ উদ্ধার করা হয়।

নিহত গৌতম গাইন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমল গাইনের ছেলে।

মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আলমগীর হোসেন জানায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নৈশ প্রহরী গৌতম গাইন। এরপর থেকে বাড়ি ফিরে না আসায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরের দিন বৃহস্পতিবার মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫১৫) করে নিহতের স্ত্রী মিলি বৈরাগী। পরে শুক্রবার (১১ জুলাই) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকার মধুমতি বিলরুট চ্যানেলে লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।