লাউয়াছড়ায় গাছের সাথে ট্রেনের ধাক্কা

‘রাতে ঝড় বৃষ্টি হওয়ার একটি গাছ রেললাইনের দিকে হেলে যায়। এতে কালনী ট্রেন গাছের সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
গাছের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ট্রেন
গাছের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত ট্রেন |নয়া দিগন্ত

মৌলভীবাজারের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টে গাছের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি।

এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ মে) কমলগঞ্জের ভানুগাছ স্টেশন ত্যাগ করার পর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি কিছুটা সময় বিলম্বে পরবর্তী স্টেশন শ্রীমঙ্গলে এসে পৌঁছে যথা সময়েই স্টেশন ত্যাগ করে। তবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন আটকা পড়ে শ্রীমঙ্গলে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, ‘রাতে ঝড় বৃষ্টি হওয়ার একটি গাছ রেললাইনের দিকে হেলে যায়। এতে কালনী ট্রেন গাছের সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো: শাখাওয়াত হোসেন নয়া দিগন্তকে বলেন, ‘সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট অতিক্রমকালে রেললাইনের ওপড় হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের লোকোমোটিবভের (ইঞ্জিনের) সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিটের মতো বিলম্বে শ্রীমঙ্গল স্টেশন পৌঁছলেও যথা সময়েই স্টেশন থেকে ছেড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের বিপদ থেকে রেহাই পেয়েছে ট্রেনটি।’

গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত অথবা বগি উল্টে যেতে পারতো বলেও উল্লেক করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বনের ভেতরে রেললাইনে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার দায়িত্ব বন কর্মকর্তার, আমাদের নয়।’

লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।