ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে মান্নানের পক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, নাজমুল হক সেকিল, সহ সভাপতি ফুল মিয়া, আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জালাল, জেলা বিএনপির সদস্য মো: রহমত উল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মুজিব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, যুগ্ম সম্পাদক নাজমুল হক নিপু, সাংগঠনিক সম্পাদক মো: শুক্কুর খান, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইদ্রিস, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীককে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, একতা ও একাগ্রতার মাধ্যমে বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্দ্বিধায় ‘ধানের শীষ’ প্রতিকের পক্ষে মাঠে কাজ করার জন্য উৎসাহিত করেন।

বিএনপির মনোনীত প্রার্থী আইনজীবী এম এ মান্নান বলেন, ‘আমরা সকলে মিলেমিশে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে ধানের শীষের জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।’