নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

ঘাটাইলের সেই সাইফুলের পাশে উপজেলা প্রশাসন

রোববার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি দল সাইফুলের বাড়িতে পৌঁছে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
প্রতিবন্ধী সাইফুলকে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা
প্রতিবন্ধী সাইফুলকে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গত ১৯ জুলাই ‘৩০ বছর শিকলে বন্দী সাইফুলের মানবেতর জীবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের একটি দল সাইফুলের বাড়িতে পৌঁছে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সাঈদ জানান, ‘সাইফুল একজন মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তিনি শিকলে বন্দী অবস্থায় রয়েছেন। তার মা ভিক্ষাবৃত্তি করে ছেলেকে নিয়ে জীবন-জীবিকা পরিচালনা করেন। বিষয়টি আলোচনায় এলে ঘাটাইল উপজেলা প্রশাসন সাইফুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা তাকে খাদ্যসামগ্রী সরবরাহ করেছি এবং সরকারের পক্ষ থেকে একটি ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। সাইফুলকে পুনর্বাসিত করার জন্য আরো বেশি সহযোগিতার পরিকল্পনা নেয়া হচ্ছে এবং আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি।’