টাঙ্গাইলে বিস্কুট ফ্যাক্টরিতে ঢুকে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী কিছু দুর্বৃত্ত। ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন ওই নেতা। এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান উত্তম কুইজবাড়ি বাজার এলাকায় ‘লিওন বেকারি’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তিনি ওই ফ্যাক্টরিতে বসেন। মঙ্গলবার সন্ধ্যায় তার ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় স্ত্রী লিলি আক্তার সেখানে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত ফ্যাক্টরিতে ঢুকে আনিসুর রহমানকে খুঁজতে থাকে। পরে তাকে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী লিলিকে কোপাতে থাকে। এ সময় লিলির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জানান, ‘পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আনিসুরকে না পেয়ে সন্ত্রাসীরা তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনায় জড়িতের শাস্তির দাবি জানাই।’
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, এ ঘটনায় আনিসুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলাটি তদন্তসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্ত শেষে লিলি আক্তারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।