ড. আসাদুজ্জামান রিপন

অপশক্তির আবির্ভাব ঘটলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচন বিঘ্নিত হবে

‘এই সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বাত্মক সমর্থন দিয়েছেন। আমরা বলেছি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।’

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে ড. আসাদুজ্জামান রিপন
লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নে ড. আসাদুজ্জামান রিপন |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অপশক্তির আবির্ভাব ঘটলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও নির্বাচন বিঘ্নিত হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপিকে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বিতর্কিত করার জন্য মহলবিশেষ উঠেপড়ে লেগেছে। এদের উদ্দেশ্য হচ্ছে- নানা ধরণের অযুহাত তুলে তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। নির্বাচন বিলম্বতি হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।’

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের উত্তর যশলদিয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে জুলাই শহীদদের আত্মার মাগফিরাতে দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে কটুক্তির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘এই সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বাত্মক সমর্থন দিয়েছেন। আমরা বলেছি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।’

তিনি বলেন, ‘যারা বিএনপিকে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নামে নানা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্য পরিস্কার। তারা দেশে নির্বাচন চান না। তারা দেশে অপশক্তির আবির্ভাব ঘটাতে চায়। অপশক্তির আবির্ভাব ঘটলে দেশে গণতান্ত্রিক পরিবেশ-পরিস্থিতি বিঘ্নিত হবে। নির্বাচন বিঘ্নিত হবে। রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। আর তাই পলাতক লীগ দেশে আবার অরাজকতা সৃষ্টি করতে যেনো না পারে, সেইদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’

ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘গত কয়েকেদিন আগে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আমাদের অনেক শিশুরা প্রাণ দিয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের বাবারা মায়েরা তাদের মনে অনেক কষ্ট আছে। তাদের পরিবারের প্রতি আমরা সহানুভুতি জানাই। কিন্তু আমরা এই ঘটনার মধ্যে সরকারের স্বাস্থ্য উপদেষ্টা খুঁজে পেলাম না।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ‘অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের দ্রুত রদবদল এনে পরিবর্তন আনতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য একটা দক্ষ সরকার এবং একটা দক্ষ প্রশাসনের অভাব রয়েছে। যার ফলে আমরা মনে করি ইতিমধ্যেই নানা ধরণের ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চলছে।’

তিনি আরো বলেন, ‘গত ১০ মাসে আমরা দেখতে পাচ্ছি একটা অনির্বাচিত সরকার কিভাবে দেশ পরিচালনা করছে। সেজন্য আমরা মনে করি দেশে একটি নির্বাচিত সরকার থাকতে হবে। নির্বাচিত সরকার থাকলে সেই সরকার দেশে আইন-শৃঙ্খলা তারা রক্ষা করবে। সেই সরকার আইন শৃঙ্খলা বাস্তবায়নের জন্য যারা দুষ্কৃতিকারী আছে ,তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। সেজন্য আমরা এই সরকারকে বলবো, নির্বাচনের বাকী সময়টা পর্যন্ত একটা দক্ষ সরকার দিয়ে দেশ পরিচালনা করার জন্য। অনতিবিলম্বে সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষদের দ্রুত পরিবর্তন আনা। অনেক উপদেষ্টা আছেন , যারা তাদের সঠিক কাজটা কি তারা তা বুঝতে পারছেন না।’

মেদিনীমন্ডল ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মোল্লার সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হাসান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শাহ আলম রনি মৃধা, লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নসু, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপু, শেখ সুরুজ, সাহাদত হোসেন মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।