জীবননগরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের

দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে জীবননগরের ২২টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
জীবননগরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
জীবননগরে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার দাবি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন |নয়া দিগন্ত

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- স্লোগানকে সামনে রেখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে জীবননগর বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে জীবননগরের ২২টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা জানান, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার মাধ্যমে বৃত্তি অর্জন করে আসছিল। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেমন উৎসাহ পেত, তেমনি বিদ্যালয়গুলোও মানসম্মত শিক্ষা প্রদানে অনুপ্রাণিত হতো।

২০২৫ সাল থেকে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) যে পরিপত্র জারি করেছে, তা ভয়াবহ বৈষম্যমূলক বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জুলাই একটি পরিপত্র জারি করে বলা হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই কেবল ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে কিন্ডারগার্টেনের প্রায় ছয় লাখ শিক্ষক এবং ৭০ লাখ শিক্ষার্থীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

এ বিষয়ে জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, ‘আমরা বৃত্তির আর্থিক অনুদানের জন্য নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার জন্য বৃত্তি পরীক্ষার দাবিতে আন্দোলন করছি। সরকার এ বৈষম্যমূলক পরিপত্র বাতিল না করলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।’

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার রেখা, রাখি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক খোকন বিশ্বাস, প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা, সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাসান, পেয়ারাতলা শিশু একাডেমির পরিচালক সোহেল, আন্দুলবাড়িয়া কলেজিয়েট প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সোহাগ, দেহাটি মেধাবিকাশ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম, গোঠলি আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ইমরান হোসেন ও রায়পুর রোজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা মিতালী খাতুন প্রমুখ।

দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অতি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।