সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নাজমুল হক।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবির অভিযানে জব্দ করা মাদকদ্রব্য
বিজিবির অভিযানে জব্দ করা মাদকদ্রব্য |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, রোববার ভোর ৫টার দিকে ৪৮-বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় নজুরভাঙ্গা এলাকা থেকে ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হয়েছে।