টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার সকালে শহরের কুরতুবী আলিম মাদরাসা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক
বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক |নয়া দিগন্ত

টাঙ্গাইলে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের কুরতুবী আলিম মাদরাসা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক অরণ্য ইমতিয়াজ।

সভা শেষে কুরতুবী মাদরাসার সব শাখার চার শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন মাদরাসার চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের প্রভাষক ড. মো: আব্দুল জলিল, টাঙ্গাইল ইসলামবাগ জামে মসজিদের খতিব মুফতি রাশেদুল ইসলাম ও মাদরাসার সদস্য সচিব মো: রেজাউল করিম।