কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মজমপুর গেট দিয়ে শহরের পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম, জামায়াতের কুমারখালী উপজেলা আমির আবজাল হোসেন, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা আরফিউজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আহমেদ আলী ও সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহর জামায়াতের আমির এনামুল হক।
সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে প্রহসনমূলক বক্তব্য উল্লেখ করে বলেন, বিএনপির মনগড়া বক্তব্যে প্রধান উপদেষ্টা দারুণভাবে সমালোচিত হয়েছেন। ভোটের দিন একসাথে নয়, ভোটের আগে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। অন্যথায় ৮ দল কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো জনগণ উপস্থিত ছিলেন।



