ঝালকাঠিতে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

‘জেলেদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।’

কাজী খলিলুর রহমান, ঝালকাঠি

Location :

Jhalokati Sadar
ঝালকাঠিতে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন
ঝালকাঠিতে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন |নয়া দিগন্ত

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো: রবিউল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো: কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সফল মৎস্যচাষী কে এম জাহিদ হোসেন ও জেলে নবদীপ মালো। সভায় জেলার নির্বাচিত তিনজন সফল চাষিকে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার দেয়া হয়।

মাছচাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে কালেক্টরেট স্কুলের পুকুরে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘জেলেদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ইলিশ মাছ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। মাছ চাষের মধ্য দিয়ে মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষে মনোযোগ দিতে হবে এবং একই সাথে সরকারের আইনকানুন বিধিনালা মেনে চলতে হবে।’

দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনের অবদান তুলে ধরেন এবং দেশীয় মাছ উৎপাদনে কাজ করার আহ্বান জানান।

মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য খাতের টেকসই উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা, পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্যজীবীদের অংশগ্রহণে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূল্যায়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, জেলার উপজেলা পর্যায়ের মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।