আজ থেকে দাওরার পরীক্ষা শুরু

সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ |সংগৃহিত

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৭ হিজরি বা ২০২৬ সালের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়েছে আজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় সারাদেশে একযোগে এই কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধু শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়, চলবে বেলা ১১:৩০টা পর্যন্ত।

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত রুটিন অনুযায়ী ২৭ জানুয়ারি তিরমিযী ১ম পত্র, ২৮ জানুয়ারি মুসলিম ১ম পত্র, ২৯ জানুয়ারি বুখারী ১ম পত্র, ৩০ জানুয়ারি তিরমিযী ২য় ও শামায়েল, ৩১ জানুয়ারি বুখারি ২য় পত্র, ০১ ফেব্রুয়ারি মুসলিম ২য় পত্র, ০২ ফেব্রুয়ারি আবু দাউদ, ০৩ ফেব্রুয়ারি নাসাঈ ও ইবনে মাজাহ, ০৪ ফেব্রুয়ারি ত্বহাবি, ০৫ ফেব্রুয়ারি মুওয়াত্তাআন পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার্থীদের কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আলার (পরীক্ষা নিয়ন্ত্রক) ঘোষণা অনুযায়ী যেকোনো দিন বিকেল বা রাতে অনুষ্ঠিত হবে। ছাত্রীদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা মহিলা নেগরানগণ গ্রহণ করবেন।

উল্লেখ্য, সনদের জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত, তবে এর নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। ইংরেজি তারিখই পরীক্ষার চূড়ান্ত তারিখ বলে বিবেচিত হবে।