কুষ্টিয়ার ইসলামিক বক্তা হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ তিন ধরে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের পর তার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
নিখোঁজ সাঈদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী।
শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম জানান, সন্দেহভাজন ব্যক্তিরা নিখোঁজের কয়েক দিন আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। ১৯ অক্টোবর সকাল ৮টার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।
তিনি সেখানে একটি তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। তিনি রাত ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছে আমার সাথে ৫০ সেকেন্ড কথা বলেন।
এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাইনি। আমি তিন নাবালক সন্তান নিয়ে দুঃচিন্তায় আছি।
সাদিয়া জানান, বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে আমি ২০ অক্টোবর খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। যার নম্বর ৮১২। পরিবারের পক্ষ থেকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান সাদিয়া ইসলাম।
তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের নিকট স্বামীকে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান।
সাদিয়া জানান, বাড়ি থেকে যাওয়ার আগের দিন রাতে আমার স্বামী আমাকে বলেন, আমার পিছনে শত্রু লেগেছে আমাকে যে কোন মুহুর্তে ক্ষতি করতে পারে। আমার সহায় সম্পদ যা আাছে তা তোমার নামে নিয়ে আমার সন্তানদের নিয়ে থাকবা।
তিনি জানান, আমার স্বামী জামায়াতের রাজনীতির সাথে জড়িত। আগামী ইউপি নির্বাচনে জয়ন্তীহাজরা ইউপি থেকে জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী। এ কারণেও তাকে অপহরণ করা হতে পারে।
তিনি অশ্রুসিক্ত হয়ে সাংবাদিকদের জানান, আমার স্বামীকে ফিরেয়ে দিতে হবে অন্যাথায় আমি এবং আমার নাবালক সন্তানদের অপহরনকারীদের নিয়ে যেতে হবে। স্বামী ছাড়া আমি এবং নাবালক সন্তানের পরিবার শূন্য। সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের বড় ছেলে শেখ সোহাগ-(৮), শেখ সাফ্ফান-(৬) এবং কন্যা শেখ সাফওয়ান (৬ মাস) উপস্থিত ছিলেন।
এছাড়া কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, সেক্রেটারি আইনুদ্দিন আহমেদ ও নিখোঁজ সাইদের ভাইরা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিখোঁজ হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ খোকসা উপজেলার জয়ন্তি হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামের শেখ সিরাজুল ইসলামের দ্বিতীয় ছেলে।
তিনি খোকসা উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি ও জামায়াতের শূরা সদস্য এবং বাংলাদেশ মাজলিসুর মোফাসসিরিন কুষ্টিয়া জেলা কমিটির অর্থ সম্পাদক। বাংলাদেশ মাজলিসুর মোফাসসিরিন কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা জুলফিকার আলী জানান, আমরা বিষয়টি শুনেছি এবং উদ্বেগের সাথে জানাচ্ছি যে, দ্রুত এই কোরআনের পাখিকে উদ্ধার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তার পরিবারের নিকট ফিরিয়ে দেবেন বলে আশা রাখি।
উল্লেখ্য, ইসলামিক বক্তা হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী রাজনীতি, দ্বীন ও ধর্ম নিয়ে সোচ্চার ছিলেন। কোরআন ও হাদিসের পক্ষে জোরালো লেখা লিখে আসছেন।



